শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিতঃ ২৬ জানুয়ারি, ২০২২  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৫৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে জেলায় শনাক্তের হার ২৯ দশমিক ৪১ শতাংশ।

মঙ্গলবার(২৫জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনাক্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ২৭ জন, সরাইলের ১৯, আশুগঞ্জের ৭, নবীনগরের ৭ ও কসবার ২৫ জন রয়েছেন।

এ ব্যাপারে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। স্বাস্থ্যবিধিও মানছেন না অনেকে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও অসচেতনতা রয়েছে। এতে সংক্রমণ বাড়ছে। তবে কয়েক দিন ধরে জেলায় লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।