শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইসির নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা দেবে পুলিশ

প্রকাশিতঃ ০৯ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরাপত্তা দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘দেশের কিছু জায়গায় বিশৃঙ্খলা হতে পারে। এমন ভাবনা থেকে নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ পরিকল্পনাও রয়েছে।’

বনশ্রীতে দুই সন্তান হত্যায় মাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মেলেনি? এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে এ ব্যাপারে জানা যাবে।’

রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫’র চূড়ান্ত খেলায় মঙ্গলবার খুলনা রেঞ্জ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দল অংশ নেয়। খেলায় একক অধিপত্য বিস্তার করে ডিএমপি দল খুলনা রেঞ্জকে ৬-০ গোলে পরাজিত করে। প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি এ কে এম শহীদুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, শেখ হিমায়েত উদ্দিন (সিআইডি), সিদ্দীকুর রহমান (এপিবিএন), ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান।