সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ভোটের রাতে বোমা তৈরি: নিহত ২

প্রকাশিতঃ ৩১ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ 2016_03_30_22_55_16_62yTFjBd0HlzPXybUoz15g4nCz6v4x_originalনির্বাচনের আগের রাতে যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচজনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ (২৯) ও ইবাদুল ইসলামের (৩৮) মৃত্যু হয়।
নিহত ইবাদুল ইসলাম সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে এবং সবুজ একই গ্রামের আনার উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- আন্দোলপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) এবং অপরজন রাকির হোসেন।

হতাহতরা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় বিভিন্ন সূত্র দাবি করেছে।

এলাকাবাসীর ভাষ্য মতে, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে ত্রাস সৃষ্টির করার জন্য তারা পাঁচজন স্থানীয় আন্দোলপোতা মাঠে বোমা তৈরি করছিলেন। এক পর্যায়ে বোমা বিস্ফোরণ হলে পাঁচজন গুরুতর জখম হন। বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা আহত হয়েছেন।

ওসি আরও জানিয়েছেন, আহতের আটক দেখানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত কিনা তা পুলিশ এখনও নিশ্চিত না।

তবে আহতের স্বজন আন্দোলপোতা গ্রামের হাশেম আলীর ছেলে শামিম আহম্মেদ হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ওপর বোমা হামলা হয়েছে।