শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত ১০

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৭  

স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে অন্তত ১০জন আহত হয়েছেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক দু’টি র‌্যালি মুখোমুখী হলে বুধবার দুপুর ১ টা থেকে আড়াইটার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুষ্ঠানে স্থানীয় মিজান ও রনি গ্রুপ একই সময় একটি র‌্যালি বের করে। র‌্যালিটি চৌরাস্তায় আসার পর পরই দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় মোস্তাকিম নামে একজন গুরুতর আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’